
পেশাজীবীদের মাঝে মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ছবি-সংগৃহীত
প্লানেট ডেস্ক | ১১ নভেম্বর ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ
চলতি বিংশ শতাব্দীর কর্মজীবীদের ৩০ শতাংশ বিভিন্ন ধরনের মানসিক ও আবেগগত স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। তাদের একটা অংশ হতাশায়ও ভুগছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। ভারতের মুম্বাই শহরভিত্তিক হেলথ-টেক স্মার্টআপ ভাইভ্যান্ট জরিপটি চালায়। আর তাতেই এসব তথ্য উঠে এসেছে।
কর্মজীবীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা পরিমাপ এবং বিংশ শতাব্দীর পেশাজীবীদের মাঝে হতাশা, উদ্বেগ ও চাপের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গবেষণাটি চালানো হয়।
গবেষণায় দেখা যায়, কর্মরত পেশাজীবীদের ৩০ শতাংশ কয়েক ধরনের মানসিক ও আবেগগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাদের ২৮ শতাংশ কিছু ধরনের হতাশায়ও ভুগছে। সেইসঙ্গে পেশাজীবীদের প্রতি চারজনের একজন তাদের কর্ম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য (ওয়ার্ক-লাইফ ব্যালান্স) নিয়ে সন্তুষ্ট নয়। এছাড়া কর্মজীবীদের ২৭ শতাংশের অভিমত তারা কর্মক্ষেত্রে উচ্চচাপে ভোগেন। তাদের ২৩ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে।
প্ল্যাটফর্মটি ব্যবহারকারী ২ লাখের বেশি মানুষ জরিপে অংশ নেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।