
বাংলাদেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো। ছবি-সংগৃহীত
প্লানেট ডেস্ক | ১২ নভেম্বর ২০১৯ | ১২:৪৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪৫টি। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চলতি বছরের ১১ নভেম্বর জাতীয় সংসদে এক সাংসদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। তবে ৪৫টি চ্যানলের মধ্যে বর্তমানে ৩০টি পূর্ণ সম্প্রচারে রয়েছে। বাকি ১৫টির মধ্যে ১১টি সম্প্রচারের অপেক্ষায় আছে। আর বাকি ৪টি এখনো ফ্রিকোয়েন্সি পায়নি।
তথ্যমন্ত্রীর দেয়া তথ্যানুসারে, সম্প্রচারের অপেক্ষায় থাকা ১১টি টিভি চ্যানেল হচ্ছে আব্দুল্লাহ আল মামুনের ‘চ্যানেল ২১‘, নুর মোহাম্মদের ‘উৎসব‘, মোহাম্মদ সাইফুল আলমের ‘রংধনু‘, ধানাদ ইসলাম দীপ্তর ‘তিতাস’, তানভির আবিরের ‘খেলা টিভি‘, জিনাত চৌধুরীর ‘আমার টিভি‘, মামুনুর রশীদ কিরণের ‘গ্লোবাল টিভি‘, মুহম্মদ শফিকুর রহমানের ‘সিটিজেন টিভি‘, তানজিয়া সিরাজের ‘প্রাইম টিভি’, শীলা ইসলামের ‘স্পাইস টিভি‘ ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের ‘টিভি টুডে‘
উল্লেখ্য, চলতি বছরের ২ অক্টোবর থেকে সম্প্রচারে থাকা দেশের সবকটি বেসরকারি টিভি চ্যানেল ’বঙ্গবন্ধু স্যাটেলাইট ১’র মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।