
জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। ছবি : সংগৃহীত
প্লানেট ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ৯:৩৪ অপরাহ্ণ
১. চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার নতুন নির্বাহী চেয়ারম্যান কে?
উত্তর : ড্যানিয়েল ঝাং।
২. বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাওয়া চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির নাম কি রাখা হয়েছে?
উত্তর : রাজহংস।
৩. বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন নতুন যে বাণিজ্যিক ব্যাংকটির যাত্রা শুরু হয়েছে সেটির নাম কি?
উত্তর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। এ নিয়ে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৫৯টি।
৪. জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তর : তোশিমিৎসু মোতেগি।
৫. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার এবার কততম বার্ষিকী পালিত হলো?
উত্তর : ১৮তম।
৬. পৃথিবীর বাইরে প্রথমবারের মতো যে গ্রহটিতে তরল অবস্থায় পানির খোঁজ মিলেছে সেই গ্রহটির নাম কি?
উত্তর : কে২-১৮বি।
৭. মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কততম কমিশনার?
উত্তর : ৩৪তম। তিনি বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হয়ে ১৩ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছেন।
৮. সম্প্রতি ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান র্যাংকিং আর্চারিতে বাংলাদেশি আর্চার (তিরন্দাজ) মোহাম্মদ রোমান সানা কোন পদক জিতেছেন?
উত্তর : স্বর্ণপদক।
৯. চুক্তিহীন ব্রেক্সিট হলে যুক্তরাজ্য যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেসব কথা তুলে ধরে দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি যে নথি প্রকাশ করেছে সেটির নাম কি?
উত্তর : ইয়েলোহ্যামার ডকুমেন্ট।
১০. বাংলাদেশের প্রথম সৌর বিদু্যৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে?
উত্তর : রাঙামাটির কাপ্তাইয়ে। এর বিদু্যৎ উৎপাদন ক্ষমতা ৭.৪ মেগাওয়াট। ১১ সেপ্টেম্বর বিদু্যৎকেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।